প্রবাস ডেস্ক: ঈদের গুরুত্বপূর্ণ সব ধরনের কেনাকাটা প্রায় শেষ। এবার মেহেদীর রঙে হাত রাঙানোর পালা। মেহেদীর লাল রং নারীদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয়, পূর্ণতা দেয় সাজে। ছোট থেকে বড় সব বয়সের মেয়েদের কাছে কদর রয়েছেন নতুন পোশাকের সাথে হাতে নকশা করা মেহেদি ছোঁয়ার। সময়ের সাথে মেহেদির নকশা এবং ধরনে এসেছে পরিবর্তন।
একসময় বাড়ির মেহেদী গাছের পাতা বেঁটে কাঠি দিয়ে হাতে নকশা করা হতো। বাটা মেহেদী দিয়ে নানা রকম নকশায় হাত রাঙাত তরুণীরা। এখন বাজারে টিউব মেহেদী পাওয়া যায়। আমাদের দেশের নারীদের এ যেন এক চিরাচরিত নিয়ম। এ নিয়মের বাইরে নয় প্রবাসে বসবাসরত বাংলাদেশি নারীরাও।
তেমনি ঈদকে সামনে রেখে মেহেদীতে হাত রাঙাচ্ছেন ইতালির মিলানে বসবাসরত সেলিনা আক্তার। তিনি জানান, ১৫ বছরেরও বেশি সময় ইতালিতে বসবাস করছি। ঈদ এলে মেহেদী রংঙে দুহাত রঙিন না করলে যেন ঈদটাই অসম্পূর্ণ থেকে যায়।
সালমা দুবছর হলো ইতালিতে। তিনি জানান, দেশে থাকতে সব বোনেরা মিলে এক সাথে রাত জেগে মেহেদী লাগাতাম। প্রবাসে থেকে ওদেরকে অনেক মিস্ করছি।
সেঁজুতি প্রথমবারের মত প্রবাসে ঈদ কাটাচ্ছেন। তিনি জানান, এই প্রথম আপনজনকে ছাড়া ঈদ করছি। আর মেহেদী রং সেটা এখনো বাকি আছে।
এছাড়া আসমা, রুমা, কনিকা সকলেই মেহেদীতে হাত রাঙিয়েছেন।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর