সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০৭:০৬

এবার নীল জিন্স নিষিদ্ধ করল কিম

এবার নীল জিন্স নিষিদ্ধ করল কিম

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কের ইস্যু এবার পারমাণবিক পরীক্ষা বা অন্য কোনো কারণে নয়। বরং বিতর্ক হচ্ছে পোশাক নিয়ে। দেশটি নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ করে আরো একটি নতুন নজির স্থাপন করেছে।

এই নতুন নিষেধাজ্ঞায় কিছুটা হলেও উদার মনোভাবের পরিচয় দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। জিন্স পরা তিনি একেবারে বন্ধ করে দেননি। শুধু নীল রঙের জিন্সই নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে আপাতত দুই ধরনের জিনস পাওয়া যাচ্ছে। স্লিম ফিট কারা এবং লুজ ফিট ওকে। তবে সবগুলোই কালো রঙের।

কিম মনে করেন নীল রঙের জিন্স আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতীক। সেজন্যই শত্রু দেশের পক্ষে যা গর্বের, নিজের দেশে তা নিষিদ্ধ করে দিয়েছেন স্বৈরাচারী এই শাসক।
১২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে