আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বিচ্ছিন্ন স্ত্রী পায়েল মাসিক ১৫ লাখ টাকা খোরপোশ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন। তার দাবি, দিল্লির সরকারি বাংলো থেকে উচ্ছেদ হওয়ার পর তাকে দুই ছেলে নিয়ে অনটনের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
মাসখানেক আগে দিল্লি হাইকোর্টের নির্দেশে আকবর রোডে জম্মু-কাশ্মীর সরকারের (টাইপ VIII) বাংলো থেকে উঠে যেতে হয় পায়েল এবং তার দুই ছেলেকে।
তিনি আদালতে জানান, নিজের এবং দুই ছেলের খরচ বাবদ মাসে ১০ লাখ এবং নতুন বাড়ির জন্য মাসে ৫ লাখ টাকা খোরপোশ দিতে হবে ওমর আব্দুল্লাহকে।
পায়েল জানান, তিনি এবং তার ছেলেরা Z এবং Z+ ক্যাটাগরির সুরক্ষা বলয়ের মধ্যে পড়েন। তাই বাংলো থেকে উঠে যাওয়ার পর তাদের জীবনও বিপন্ন হতে পারে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আপাতত দুই ছেলেকে নিয়ে ভবঘুরের জীবন কাটাছেন পায়েল। কখনো বন্ধুদের বাড়ি, কখনো বাবা-মায়ের কাছে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তাকে।
আবেদন শোনার পর বিচারক অরুণকুমার আর্য একটি নোটিস জারি করেন ওমর আব্দুল্লাহর নামে। এ ব্যাপারে তার বক্তব্য শুনতে আগামী ২৭ অক্টোবর ধার্য করা হয়েছে।
আবেদনে পায়েল ওমরের নামে অভিযোগ করেন যে, তাকে বিবাহিত জীবনে যথেষ্ট অত্যাচার এবং অপমান সহ্য করতে হয়েছে। জনমানসে তার ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।
এর আগে অবশ্য গত ৩০ অাগস্ট পায়েলের বিরুদ্ধে ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হন ওমর। তিনি দাবি করেন, পায়েলের নিষ্ঠুর আচরণের জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
তবে আদালতে তেমন কোনো প্রমাণ দাখিল না করতে পারায় আদালত তার আবেদন খারিজ করে দেন।
পায়েলের দাবি, তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এ বিয়ে টিকিয়ে রাখার জন্য। তিনি আগেও বিচ্ছেদের পক্ষে ছিলেন না, এখনো নেই।
পায়েল জানান, ২০১৩ সাল থেকে ওমর তাকে এবং তার সন্তানদের অবহেলা করে আসছেন। ক্ষমতা থাকা সত্ত্বেও স্ত্রী এবং সন্তানদের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি তিনি।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএমি