সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২৬:৪৩

আলহামদুলিল্লাহ, হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক নারী

আলহামদুলিল্লাহ, হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক : আলহামদুলিল্লাহ, হজে গিয়ে সন্তান জন্ম দিলেন আফগান এক নারী।  এ বছরের পবিত্র হজ পালন করতে যান ওই নারী।

রোববার সৌদি আরবের মিনা নগরীর একটি হাসপাতালে জরুরি অপারেশনের মাধ্যমে শিশুটি পৃথিবীর আলো দেখে।  মিনা নগরীর নাম মিলিয়ে শিশুটির নাম রাখা হয়েছে আফতার মিনা।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক টুইটার বার্তায় এ তথ্য জানায়।  

সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হজব্রত পালনের সময় হঠাৎ ওই নারীর প্রসববেদনা অনুভব হয়।  এরপর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়।

সেখানে সি-সেকশন সার্জারির মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।  সন্তান ও মা আল্লাহর রহমতে দুজনেই সুস্থ রয়েছেন।  দু’একদিন পর্যবেক্ষণ করে ছেড়ে দেয়া হবে তাদের।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে