সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৭:৪২

১২ বার বিষাক্ত সাপের ছোবলেও দিব্যি সুস্থ যুবক

১২ বার বিষাক্ত সাপের ছোবলেও দিব্যি সুস্থ যুবক

আন্তর্জাতিক ডেস্ক : বছর কুড়ির লিঙ্গরাজ আনাপ্পা। একবার দু’বার নয়, টানা ১২ বার সাপের কামড় খেয়েও দিব্যি সুস্থ লিঙ্গরাজ।

বর্তমান সময়ে সাপের কামড়ের পর অত্যাধুনিক চিকিৎসা করিয়েও ব্যর্থ হন অনেকে।  ঢলে পড়েন মৃত্যুর কোলে।  এ খবর দিয়েছে ইন্দো ইন্ডিয়া।

ঘটনা ভারতের কর্ণাটকের বিজয়পুর জেলার ইন্ডি এলাকার।  লিঙ্গরাজের বাড়ি আয়াগুনিটি এলাকায়।  তাকে প্রথম সাপে কামড়ায় ২০০৬ সালে।  

তখন থেকে শুরু হয়ে চলতি বছর পর্যন্ত তাকে ১২ বার সাপে কামড় দেয়।  তাও আবার যেমন তেমন সাপ না, বিষধর সাপ।  

সেভাবে কোনো চিকিৎসাও করাননি তিনি।  স্থানীয় এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যান তিনি। তাতেই বেশ সুস্থ সেই যুবক।

লিঙ্গরাজের বাবা মা জানিয়েছেন, কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা করানোর প্রয়োজন পড়ে না তার।  তাদের কথায়, লিঙ্গরাজ সর্পদোষ পেয়েছে। সেই দোষ কাটাতে কয়েকদিনের মধ্যে তাকে সর্পদোষ নিবারণ পূজা করতে হবে।

এদিকে ওই চিকিৎসক জানিয়েছেন, অ্যালোপ্যাথির থেকেও আয়ুর্বেদিক অনেক উন্নত।  কাজ করার ক্ষমতাও বেশি।  তাই লিঙ্গরাজ সুস্থ রয়েছেন।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে