 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিকারপুরে এক ইমামবাড়ায় ঈদের জামাতে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রাথমিক খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী ইমামবাড়ার গেটের সামনে নিজেকে উড়িয়ে দেয়। তাকে প্রবেশপথে আটকানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এক হামলাকারীকে আটক করা হয়েছে। তবে আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারীরা দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছেছে।
পাকিস্তানে ঈদুল আজহা উদযাপনের সময় এই বিস্ফোরণ ঘটল। গত বছর জুমার নামাজের সময় শিকারপুর ইমামবাড়ায় এক বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছিল।
১৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি