আন্তর্জাতিক ডেস্ক : মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়েই ১৬ কিমি পথ পাড়ি দিয়েছিলেন এক ব্যক্তি। কালাহান্ডির পর বালাশোর। কাঁধের পর এবার বাঁশে ঝুলিয়ে নিয়ে যেতে হয় মৃতদেহ। অ্যাম্বুল্যান্স না মেলায় মায়ের দেহ মোটরবাইকে চাপিয়ে নিয়ে যায় ছেলে।
এসবের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের নয়াদিল্লিতে রাতে মাথা গোঁজার আশ্রয় না পেয়ে রাস্তার উপরই স্ত্রীর দেহ আগলে থাকলেন স্বামী।
কয়েক সপ্তাহ আগে ওড়িশায় দু’টি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল ভারত। অর্থের অভাবে অ্যাম্বুল্যান্স না পেয়ে স্ত্রীর দেহ কাঁধে করে রাস্তায় হেঁটেছিলেন এক স্বামী। অন্যদিকে, দুর্ঘটনায় নিহত প্রৌঢ়ার দেহ বাঁশে ঝুলিয়ে নিয়ে গিয়েছিল জিআরপি।
এবার দেশের রাজধানী নয়াদিল্লিতে ঘটল মর্মান্তিক ঘটনা। রাতে মাথা গোঁজার আশ্রয় না পেয়ে রাস্তার উপরই স্ত্রীর দেহ আগলে থাকলেন স্বামী। দিল্লির আনন্দ বিহারে এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর : এবেলার।
সোমবার রাতে স্থানীয় হেগড়েওয়ার হাসপাতালে চিকুনগুনিয়ায় মৃত্যু হয় বছর আটত্রিশের ছোটেলাল নামে এক চা-বিক্রেতার স্ত্রীর।
ছোটেলালের অভিযোগ, স্ত্রীর দেহ নিয়ে তাকে বাড়ি চলে যেতে বাধ্য করেন হাসপাতালের কর্মীরা। এমনকি দেহ নিয়ে বের হওয়ার সময় তাকে ডিসচার্জ সার্টিফিকেট বা স্ত্রীর ডেথ সার্টিফিকেট কিছু দেয়া হয়নি।
রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী অঞ্জুর দেহ নিয়ে আনন্দ বিহার এলাকার কারকারদুমা গ্রামের ভাড়া বাড়িতে আসেন ছোটেলাল। কিন্তু চারতলায় তার ঘরে স্ত্রী অঞ্জুর দেহ নিয়ে যেতে গেলে বাড়ির মালিক বাবলু তাতে বাধা দেন বলে অভিযোগ ছোটেলালের।
এরপর অ্যাম্বুলেন্সে করে ফের হাসপাতালে আসেন ছোটেলাল। কিন্তু হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কাগজ না থাকায় দেহ নিয়ে ঢুকতে দেয়নি। শেষমেশ স্ত্রীর দেহ নিয়ে মধ্যরাতে আনন্দবিহারের ক্রস রিভার শপিং মলের সামনে নিজের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ান ছোটেলাল।
সেখানেই টহলরত এক পুলিশ কর্মীর সাহায্যে শেষরাতে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে অঞ্জুর দেহ বরফ দিয়ে সংরক্ষণ করতে সমর্থ হন ছোটেলাল। মঙ্গলবার সকালে স্থানীয় প্রধান এবং সাহায্যকারী পুলিশকর্মী ও ছোটেলাল মিলে দেহ সৎকার করেন।
ছোটেলালের বাড়ির মালিক বাবলু সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং জানান, তিনি ছোটেলালকে ২ হাজার টাকা দিয়ে বলেছিলেন হাসপাতাল থেকে ডিসচার্জ এবং ডেথ সার্টিফিকেট নিতে।
অন্যদিকে হেগড়েওয়ার হাসপাতালের সুপার এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম