বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫১:১৭

ইতিহাস সৃষ্টিকারী এমবিএ করা এই যুবকের এটাই পেশা!

ইতিহাস সৃষ্টিকারী এমবিএ করা এই যুবকের এটাই পেশা!

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক মাস ধরেই খবর ছিল পুলিশের কাছে।  কিন্তু তার প্রোফাইলের কাছে এক প্রকার হার মেনেছিল প্রশাসন।  হুট করে এমন একজন মানুষকে প্রমাণ ছাড়া কী করে গ্রেফতার করা যায়? অবশেষে ধরা পড়লেন তিনি।

চলুন এবার তার বায়োডাটাটা দেখে নেয়া যাক। বায়োডাটা দেখলে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় হবে আপনার! জিনিউজের প্রতিবেদন ওঠে এসেছে তার বিস্তারিত-

নাম- সতেন্দ্র সিং শেখাওয়াত
বয়স- ৩৫ থেকে ৪০
শিক্ষাগত যোগতা- MBA(মার্কেটিং)
অতিরিক্ত যোগ্যতা- অনবরত ইংরাজিতে কথা বলতে পারা  আর পেশা? সেখানেই চমক!

দিল্লির বিভিন্ন হোটেল থেকে গাড়ি চুরি করে বিক্রি করা।  এবার নিশ্চই বুঝে গেছেন- তিনি 'কত্ত বড় মাপে'র অপরাধী।  

শিক্ষিত এই অপরাধীর কাজই ছিল দিল্লির বড় বড় হোটেল থেকে বিলাসবহুল গাড়ি চুরি করা।  পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত সে ২০টির বেশি গাড়ি চুরি করেছে।

এর অধিকাংশই অডি, মারসেডিস বা বিএমডব্লিউ'র মত বিলাসবহুল গাড়ি।  তদন্তে আরো উঠে এসেছে যে গাড়িগুলো চুরে করে তা বিক্রি করে দিত শেখাওয়াত।  সেই গাড়িগুলিকেই কাজে লাগিয়ে পাচার করা হত মাদক।
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে