আন্তর্জাতিন ডেস্ক : নরেন্দ্র মোদির বালোচ কূটনীতির প্রয়োগ করা হল জাতিসংঘ৷ বালোচিস্তান ইস্যুকে প্রথমবার জাতিসংঘে তুলে ধরলো ভারত৷ পাশাপাশি অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের মানবতা বিরোধী কার্যকলাপের বিরোধিতায় সরব নয়াদিল্লি৷
জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৩৩ তম অধিবেশনে ভারত যেভাবে বালোচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে তাতে আন্তর্জাতিক মহল সরগরম৷ অন্যদিকে নয়াদিল্লি সফরে এসে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সরাসরি পাকিস্তান সরকারের প্রবল সমালোচনা করেছেন৷ বালোচ জনসাধারণের উপর লাগাতার সেনা উৎপীড়নের প্রসঙ্গ টেনে আশরাফ গনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরেই এক যুদ্ধ চলছে৷
এদিকে জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি অজিত কুমার জানিয়েছেন, পাকিস্তানের নিরাশা জনক ছবি আন্তর্জাতিক ক্ষেত্রে স্পষ্ট হয়েছে৷ কিছু দেশ সরাসরি পাকিস্তানের মদতে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশের তীব্র বিরোধিতা করেছে৷ বালোচিস্তান ইস্যুটি ক্রমশ জটিলতর হতে চলেছে৷
যদিও এই ইস্যুটিকে সমর্থন করবে না বলেই আগেই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ অন্যদিকে বালোচ জনসাধারণও স্বাধিকারের দাবিতে তাদের অবস্থান থেকে পিছু হটতে নারাজ৷ বৃহস্পতিবারও জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বালোচ স্বাধীনতাগামী৷ এদিকে পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মির নিয়ে সরব জাতিসংঘে।
১৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি