আন্তর্জাতিক ডেস্ক : দলীয় এবং সাংসদ পদ ছাড়লেন পিডিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাশ্মীরের নেতা তারিক হামিদ কারা। এর ফলে কাশ্মীর নিয়ে মোদির সরকারের কড়া নীতির এবার ফাটল ধরাল শরিক দল পিডিপিতে।
দল ছাড়ার কারণ হিসেবে সঙ্ঘ পরিবারের বিরোধিতা করে আসা তারিক কারা আর দলের সঙ্গে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, তারিক পিডিপির প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ সাঈদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এমনকী বিজেপি’র সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তেও তার সায় ছিল। তারিকের আগে পিডিপির আর এক প্রভাবশালী নেতা মুজাফ্ফর বেগও পিডিপি ও সরকারের সমালোচনায় মুখর হয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান যে পিডিপির আরও অনেক নেতাই আগামী কয়েক দিনের মধ্যে তারিক এবং বেগের পদাঙ্ক অনুসরণ করতে পারেন। যার ফলে কাশ্মির নিয়ে নতুন করে চাপে পড়লে পারে দিল্লী তথা মোদি সরকার।
১৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি