বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৯:১৫

২০১১ সালেই আসাদকে সরাতে চেয়েছিল আমেরিকা

২০১১ সালেই আসাদকে সরাতে চেয়েছিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ২০১১ সালে সহিংসতা শুরুর আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল আমেরিকা এ তথ্য জানিয়েছেন অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

‘দ্যা উইকিলিকস ফাইল্‌স’ নামে নতুন বই সম্পর্কে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ এ কথা জানান। ওই বইয়ের একটি অধ্যায় রয়েছে, সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম রোবাকের তারবার্তা থেকে তিনি আসাদের ক্ষমতাচ্যুতির পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়েছেন। রোবাক ২০০৬ সালে দামেস্কে কর্মরত ছিলেন।

অ্যাসাঞ্জ বলেন, “পরিকল্পনা ছিল এমন অবস্থা তৈরি করা যাতে সিরিয়া সরকারকে নানারকম নির্যাতনমূলক পদক্ষেপ নিতে বাধ্য করা যায় এবং সরকারের ভেতরে এমন অস্থিতিশীলতা সৃষ্টি করতে হবে যাতে মনে হয় যেন সামরিক ক্যু হতে চলেছে।”

তবে এসব পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিয়া-সুন্নির বিরোধ ও উত্তেজনা সৃষ্টি করা যার জন্য ইরান, সৌদি আরব এবং মিশরকে দায়ী করা হবে।

অ্যাসাঞ্জ বলেন, সিরিয়ার ভেতরে এবং বাইরে কী হচ্ছে তা বোঝার জন্য আঞ্চলিক দেশগুলোকে পরীক্ষা করে দেখতে হবে। তিনি আরো বলেন, “সিরিয়ায় সন্ত্রাসীদেরকে অস্ত্র দিচ্ছে সৌদি আরব ও কাতার এবং এ ক্ষেত্রে তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব দেশের প্রত্যেকের আলাদা হীন উদ্দেশ্য রয়েছে।

সিরিয়া ইস্যুতে ইসরাইলেরও স্বার্থ জড়িত রয়েছে। সিরিয়ায় যথেষ্ট অস্থিতিশীলতা তৈরি করা গেলে গোলান মালভূমি চিরদিনের জন্য নিজের করে নিতে পারবে তেল আবিব। এছাড়া, সিরিয়ার ভেতরেও ঢুকে পড়তে পারবে ইসরাইল।” সূত্র: রেডিও তেহরান
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে