শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২৯:৩৪

কমল ডিজেলের দাম

কমল ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : দাম বাড়ল পেট্রলের।  কমল ডিজেলের দাম।  পেট্রলের দাম বেড়েছে লিটারে ৫৮ পয়সা।  ডিজেলে লিটারপ্রতি দাম কমেছে ৩১ পয়সা।

মধ্যরাত থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে। পেট্রেলের দাম প্রতি লিটারে বেড়ে হলো ৬৪.০৫ টাকা।  ডিজেলের দাম কমে হয়েছে ৫২.৬৩ টাকা।  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ মূল্য সংশোধন করা হয়েছে।

এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার পেট্রলের দাম বাড়ল। যদিও ডিজেলের দাম সামান্য কমল।  গত ১ সেপ্টেম্বর বেড়েছে ডিজেল ও পেট্রলের দাম। পেট্রলের দাম বেড়েছিল লিটারে ৩.৩৮ টাকা। ডিজেলে বেড়েছিল ২.৬৭ টাকা।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে