শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪২:৫৪

পাকিস্তানে মসজিদে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

পাকিস্তানে মসজিদে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশাওয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হামলাকারী।  এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার পেশাওয়ারের মোহমান্দ এজেন্সির আনবার তেহশিল মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় বোমাটির বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিক হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গ্রেনেড হামলায় এক নারী নিহত হন।  এ মাসের শুরুতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ১৪ জন নিহত হন।  আহত হন ৫২ জন।  
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে