 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : বৈচিত্র্যে ভরা দেশ এই ভারত। একদিকে যেমন আধুনিকতা, অন্য দিকে তেমনি অমানবিকতা। এ ছাড়া আর কী-ই বা বলা যায় একে! আজ থেকে ২৭ বছর আগে কোটার কয়েকটি অংশে ১৪৪ ধারা বলবৎ করা হয়েছিল। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। বাজাজ খানা, ঘণ্টা ঘর, তিপ্তা, মাকবারা পাটান পোল— এই অঞ্চলগুলোর মানুষ এখনও সন্ত্রস্ত, ভীত। তাঁদের সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই। সাংস্কৃতিক কোনও অনুষ্ঠান হয় না এখানে। সামাজিকতার নামগন্ধ নেই। বিয়ে, সৎকার, পদযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান— সবই বন্ধ কোটার কয়েকটি অঞ্চলে। এটাই যেন দস্তুর হয়ে গিয়েছে।
১৯৮৯-এর সেপ্টেম্বরে কোটার কয়েকটি অঞ্চলে জাতিহিংসার ঘটনা ঘটেছিল। আর তারই প্রেক্ষিতে এই অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই ধারা আজও বহাল রয়েছে। এই যখন পরিস্থিতি তখন আমজনতা কীভাবে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারেন? স্থানীয় মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু লাভের লাভ হয়নি। -এবেলা
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                