শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৫:৩১

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৭

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৭

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে গেল মাসে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭ জন। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

খবরে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন অ্যামত্রিস শহরের বাসিন্দা এবং অন্য জন ছিলেন আরকুয়াতা দেল ট্রোনটো শহরের বাসিন্দা ছিলেন।দুটি শহরেই ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল।

বিবিসি জানায়, গত ২৪ আগস্ট স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমের পূর্ব দিকে ১০০ কিলোমিটার পূর্বে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে গৃহহীন প্রায় চার হাজার মানুষ এখনো অস্থায়ী আবাসস্থলে রয়েছেন।

ইতালির এক কর্মকর্তা বিবিসিকে জানায়, খারাপ আবহাওয়ার কারণে যারা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন কর্তৃপক্ষ আশা করছে খুব শিগগির তাদের জন্য উপযুক্ত বাসস্থান খুঁজে বের করা হবে।  

উপকেন্দ্র নর্সিয়া শহর থেকে চার কিলোমিটার উত্তরপূর্বের লাজিও, আম্ব্রিয়া এবং অবরুজ্জু অঞ্চলের শহর এবং গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে অ্যামত্রিসে অঞ্চলে মারা গিয়েছিল কমপক্ষে ২৩০ জন। আর আরকুয়াতা দেল ট্রোনটো এলাকায় ৫০ জন। বাকিরা মৃত্যুবরণ করেছেন অ্যাকুমোলি গ্রামে।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে