আন্তর্জাতিক ডেস্ক: মোটামুটি কাছে-দূরের সবারই জানা অরবিন্দ কেজরিওয়ালের জিহ্বা সামান্য লম্বা। তার মধ্যে কাশির সমস্যাও দীর্ঘ দিনের। আর কাশির সময় জিহ্বা নড়াচড়া হওয়াতে গত ৪০ বছর ধরেই কষ্ট অনুভব করতে হতো তাকে।
তবে এ সমস্যার স্থায়ী সমাধানে এবার ডাক্তারে সিদ্ধান্তে জিহ্বা কর্তনের পথ বেছে নিলেন তিনি। বেঙ্গালুরুর একটি হাসপাতালে জিহ্বার অস্ত্রোপচার করালেন কেজরিওয়াল। চিকিৎসকরা সামান্য একটু জিহবা কেটে দিলেন কেজরির। যার জন্য আগামী ক’দিন কথা বলতে পারবেন না। খবর কলকাতার দৈনিক আজকালের।
খবরে বলা হয়, জিহ্বা কর্তনের ফলে ক’দিন কথা বলতে না পারলেও কাশির সমস্যাতো মিটবে তার! আর এই জন্যই এবারের শীতে মাফলারও লাগবে না হয়ত।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর