 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : মায়ের আশীর্বাদ নিয়েই জন্মদিন শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনের সকালে গুজরাটের গান্ধীনগরে গিয়ে মা হীরা বাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে দিন শুরু করলেন তিনি। সঙ্গে ছিল না কোনো নিরাপত্তারক্ষী বা প্রশাসনিক কর্মকর্তা। প্রত্যেক বছরের মতো এবারো মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। বেশ খানিকক্ষণ মায়ের সঙ্গে কাটান তিনি।
কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়। গতকাল রাতেই আমদাবাদে পৌঁছন মোদি। এয়ারপোর্টেই তাকে শুভেচ্ছা জানান গভর্নর ওপি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। হাজির ছিলেন পার্টির অসংখ্য কর্মীরা। দলীয় সদস্যদের ধন্যবাদ জানান মোদি। রাতে ছিলেন গাঁধীনগরে রাজভবনে।
আগেই মোদি জানিয়েছিলেন, তার জন্মদিনে যেন কোনো আড়ম্বর না হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর জন্মদিন গুলি মোটামুটি সাধারণ ভাবেই কাটিয়েছেন তিনি। তবে এবার জন্মদিনে তিনটি বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিজেপি সভাপতি অমিত শাহ আজ ঘোষণা করেছেন, মোদির জন্মদিন পালন করা হবে ‘সেবা দিবস’ হিসেবে। জন্মদিনে প্রধানমন্ত্রী এ বার যাচ্ছেন গুজরাটে। সেখানে তিনি সময় কাটাবেন প্রতিবন্ধীদের সঙ্গে। সেদিন ১১ হাজার জন প্রতিবন্ধীর হাতে তুলে দেয়া হবে বিভিন্ন সামগ্রী। যেটি একটি বিশ্বরেকর্ড হতে চলেছে।
এর পাশাপাশি ১০০০ জন প্রতিবন্ধীকে দেয়া হবে কানে শোনার যন্ত্র। ১০০০ জন প্রতিবন্ধী হুইলচেয়ারে বসে নকশার সৃষ্টি করবেন। এর আগে আমেরিকায় একসঙ্গে ৩৪৬ জন হুইলচেয়ারে বসেছিলেন। অস্ট্রেলিয়ায় একসঙ্গে ৫০০ জনকে কানে শোনার যন্ত্র দেয়া হয়েছিল। গুজরাটে মোদির জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে ১০০০ জন তেলের বাতি জ্বালাবেন। এক সঙ্গে তেলের বাতি জ্বালানোর এমন প্রস্তুতিও প্রথম। অনুষ্ঠানে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                