আন্তর্জাতিক ডেস্ক : ডক্টর ওয়াইল নামে পরিচিত৷ আসল নাম ওয়াইল আদিল হাসান সালমান আল ফায়াদ৷ ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের তথ্য বিষয়ক প্রধান হিসেবে শিরচ্ছেদের ছবি ভিডিও রেকর্ডিং করা ছিল তার প্রধান কাজ৷ আর এই আইএস ‘তথ্য বিষয়ক প্রধান’কে হত্যা করা হয়েছে৷ দাবি পেন্টাগনের৷
সিরিয়ার মাটিতে আইএসের বিরুদ্ধে লাগাতার সেনা অভিযান চলছে৷ মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগন জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর সিরিয়ার রাক্কা প্রদেশে বিমান হামলায় আইএসের তথ্য বিষয়ক প্রধানকে হত্যা করা হয়৷ নিহত ডক্টর ওয়াইল ইসলামিক স্টেটের শুরা কাউন্সিল বা শীর্ষ নেতাদের একজন৷ তার মৃত্যুর কারণে আইএস শিবিরে বড়সড় ধাক্কা লেগেছে৷ সম্প্রতি আইএসের যুদ্ধকৌশল রূপায়ণকারী ও মুখপাত্র আবু মুহাম্মদ আল আদনানিকেও হত্যা করা হয়েছে৷ এবার শেষ করা হলো তথ্য বিষয়ক প্রধান ডক্টর ওয়াইলকে৷
একে একে শেষ করা হচ্ছে জঙ্গি খলিফা সাম্রাজ্যের চাঁইদের৷ এতে ইরাক ও সিরিয়ায় আইএসের কব্জা শিথিল হচ্ছে বলেই মনে করছেন মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ তাদের দাবি, নেতাদের পরপর মৃত্যুর ফলে মনোবল হারিয়েছে আইএস৷ নতুন করে হামলার পরিকল্পনা করতে তারা হিমশিম খাচ্ছে৷ স্বঘোষিত রাজধানী সিরিয়ায় রাক্কা শহরকে ক্রমশ ঘিরে নেয়ায় কমে এসেছে অর্থের যোগান৷
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, তুরস্ক ও মার্কিন সেনার যৌথ আক্রমণে সিরিয়ার উত্তরাংশের জারাব্লুস শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস৷ এবার রাক্কায় চূড়ান্ত অভিযান হবে৷
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই