শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৪৯:৫৪

রোবোট ব্যবহারে চাকরি হারাচ্ছে রেমন্ডের ১০ হাজার কর্মী!

রোবোট ব্যবহারে চাকরি হারাচ্ছে রেমন্ডের ১০ হাজার কর্মী!

আন্তর্জাতিক ডেস্ক : অটোমেশন ও প্রযুক্তি খুব শীঘ্রই ভারতে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে। জানা গিয়েছে, অটোমেশন সফটওয়্যার সেক্টরে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রভাব ফেলবে। কিন্তু এই খবর নিশ্চিতভাবেই সবাইকে চমকে দেবে। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের বৃহৎ বস্ত্র কোম্পানি রেমন্ড তাদের উৎপাদন কেন্দ্রগুলিতে ১০ হাজার কর্মী চাটাইয়ের পরিকল্পনা করছে। আগামী তিন বছরে কর্মীদের বদলে উৎপাদন কেন্দ্রগুলিতে কাজে লাগানো হবে রোবোট ও প্রযুক্তি।

রেমন্ডের সিইও সঞ্জয় বহেল এক সাক্ষাৎকারে বলেছেন, একটা রোবোট ১০০ কর্মীর কাজ করতে পারে। ভারতে রেমন্ডের ১৬ টি কেন্দ্রে ৩০ হাজার কর্মী রয়েছেন। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোম্পানি কর্মী সংখ্যা ২০ হাজারে নামিয়ে আনার ভাবনাচিন্তা করছে।
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে