রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৫২:১৭

মক্কায় প্রশান্তির বৃষ্টিতে স্বস্তিতে হাজিরা

মক্কায় প্রশান্তির বৃষ্টিতে স্বস্তিতে হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েকদিন গরমের পর সৌদি আরবের মক্কা নগরীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই বৃষ্টিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে। হজের শুরু থেকে প্রচণ্ড গরমে অনেক হাজিই অসুস্থ হয়ে পড়েছিলেন।

হজ শুরু হওয়ার পর বাংলাদেশি অনেক হাজিই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসা নিয়েছেন। নাতিশীতোষ্ণ দেশ হিসেবে বাংলাদেশিদের মরু দেশ সৌদি আরবের গরমের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হয়েছে। প্রচণ্ড রোদ ও গরমে খোলা মাঠে দীর্ঘক্ষণ অবস্থানের কারণে পানিশূন্যতায় ভোগেন অনেক বাংলাদেশি হাজি।

এবার হজে বিশ্বের কয়েক লাখ হজযাত্রী এখন মক্কা নগরীতে অবস্থান করছেন। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে মুষলধারে বৃষ্টি নামলে হাজিদের মধ্যে স্বস্তি এনে দেয়। বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে পানি জমলেও তা দ্রুত নেমে যায়। লোকজনের কাছে এই বৃষ্টি ভোগান্তির না হয়ে স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন অনেকেই।

এদিকে, পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। সৌদি এয়ারলাইন্সযোগে হাজিদের ফিরতি প্রথম ফ্লাইট শনিবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছে। রাতে আরও একটি ফ্লাইট আসবে বাংলাদেশ বিমানের।

আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম। এর আগে ৪ আগস্ট শুরু হয়ে হজ ফ্লাইট চলে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর বাংলাদেশের হজযাত্রী ছিলেন ১ লাখ ১ হাজার ৮২৯ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী রয়েছেন ৫ হাজার ১৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৬১৪ জন।

এ ছাড়া এবার সর্বমোট ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ করেছেন। এদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রী ছিলেন ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন ও সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলেন ৫ লাখ ৩৭ হাজার ৫৩৭ জন। সূত্র: বাসস।

১৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে