 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা পরই বাংলাদেশ সময় আজ রোববার সকাল ৭টার দিকে ম্যানহাটনের চেলসিতে প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই এলাকাটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দিয়ে ঘিরে ফেলা হয়।
ঘটনাস্থলে গেছেন এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির অফিসাররা। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থলের পাশের এলাকায় দাতব্য সংস্থার র্যালি চলছিল বলে জানা গেছে।
নিউ জার্সি ও নিউইয়র্কের বোমা বিস্ফোরণে আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি দমকল বিভাগ।
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                