রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২২:০৬

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেড সদর দফতরে ভয়াবহ হামলা, বন্দুকযুদ্ধ চলছে

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেড সদর দফতরে ভয়াবহ হামলা, বন্দুকযুদ্ধ চলছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতরে হামলা হয়েছে। লাইন অব কন্ট্রোলের নিকটে এ সামরিক স্থাপনায় অন্তত চার ব্যক্তি হামলায় চালায়।

রবিবার ভোর ৪টার দিকে হামলাকারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করে। সকাল সাড়ে ৯টার দিকেও বন্দুকযুদ্ধ চলছিল।

হামলায় আহতদের আকাশপথে ৭০ কিলোমিটার দূরে শ্রীনগরে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হতাহতদের বিস্তারিত তথ্যও জানা যায়নি।

ভারতীয় কর্মকর্তাদের ধারণা, হামলাকারীরা ফিদায়েন বা আত্মঘাতী স্কোয়াড হতে পারে। সেনা স্থাপনাটি বারামুল্লা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ হাইওয়েতে অবস্থিত।

হামলার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন। আজকেই তার রওনা দেওয়ার কথা ছিলো।

এর আগে চলতি বছর পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানে টানা তিনদিন বন্দুকযুদ্ধের পর সাত জঙ্গি নিহত হয়।
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে