আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি শপিং সেন্টারে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৮ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার মিনেপোলিসের ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট ক্লাউড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি করে হামলাকারীকে হত্যা করে।
নিউ জার্সিতে পাইপ বোমা ও নিউ ইয়র্কে বিস্ফোরণে ২৯ আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হামলার কারণ স্পষ্ট নয়। হামলাকারীকে ‘আল্লাহ’ উচ্চারণ করতে শোনা গেছে। এখনও হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার সময় তার পরণে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের পোশাক পরা ছিল।
সেন্ট ক্লাউড পুলিশ প্রধান ব্লেয়ার অ্যান্ডারসন জানান, দায়িত্বে না অপর একটি এলাকার একটি পুলিশ কর্মকর্তা গুলি করে হামলাকারীকে হত্যা করেন।
অ্যান্ডারসন জানান, হামলকারী অন্তত এক ব্যক্তি জিজ্ঞেস করে তিনি মুসলিম কিনা।
হামলায় একাধিক ব্যক্তির অংশগ্রহণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান। -বিবিসি।
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম