আন্তর্জাতিক ডেস্ক : মানব সভ্যতায় এই দেশ বরাবারই বিভিন্ন কাজে নিজেদের নিদর্শন রেখে গিয়েছে। এবারো সে রকমই একটি নিদর্শন রাখতে যাচ্ছে। গোটা বিশ্বকে আবারো পথ দেখাল তারা। পরিচ্ছন্নতা বজায় রাখতে ও বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে এই প্রথম কোনো দেশ প্লাস্টি জাতিয় পন্যের উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করল। আর সে দেশটি হলো ফ্রান্স। জিনিউজের এক প্রতিবেনে এ খবর জানা যায়।
২০১৬ সালের শুরুতেই সেদেশে পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। শপিং মল ও দোকানে প্লাস্টিকের প্যাকেটে জিনিস দিতে নিষেধ করেছে সরকার। গত মাসেই ফ্রান্সে শক্তি সংরক্ষণের জন্য নয়া নীতি কার্যকর হয়েছে। তার পরই জারি করা হলো এই নিষেধাজ্ঞা।
ঘোষণা করা হয়েছে ২০২০ সাল থেকে ফ্রান্সে নিষিদ্ধ হবে সব রকমের প্লাস্টিকের কাপ, প্লেট ও চামচ। বর্তমানে ফ্রান্সের ৪৭৩ কোটি পরিত্যক্ত প্লাস্টিকের কাপ প্লেটের মধ্যে মাত্র ১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। শক্তি খরচ বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাই প্লাস্টিক কাপ-প্লেটের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেয়া হয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই