রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৮:৫৮

রাশিয়ার সাথে সবচেয়ে বড় সামরিক চুক্তি করছে ভারত

রাশিয়ার সাথে সবচেয়ে বড় সামরিক চুক্তি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-রাশিয়া যৌথ বৈঠকের আগেই সম্ভবত দু’দেশের মধ্যে হতে চলেছে বিলিয়ন ডলারের একটি সামরিক চুক্তি৷ অনুমান করা হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে এখনো পর্যন্ত যত সামরিক চুক্তি হয়েছে তারমধ্যে এটাই হতে চলেছে সবচেয়ে ব্যয়বহুল৷ জানা গিয়েছে, এই একশো কোটি ডলারের চুক্তির বিষয়ে দর কষাকষি করতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভারতের একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল৷

সূত্রের খবর, রাশিয়ার থেকে কিছু সাবমেরিন লিজে নিয়ে এই সামরিক চুক্তিকে চূড়ান্ত করতে চাইছে ভারত৷ তাছাড়া পরমাণু চালিত একটি বিমানবাহী রণতরীও তারা রাশিয়ার কাছ থেকে নিচ্ছে৷ যেহেতু আমেরিকা এক্ষেত্রে ভারতের সঙ্গে সামরিক প্রযুক্তি আদান-প্রদান করতে রাজি নয়, সেকারণেই রাশিয়ার সঙ্গে এই নৌ-সামরিক চুক্তি করতে চলেছে ভারত৷ গত সপ্তাহেই রাশিয়া তাদের পরমাণু চালিত বিমানবাহী রণপোত ‘স্টর্ম’ ভারতকে দিতে ইচ্ছা প্রকাশ করেছে৷

প্রসঙ্গত, গত সপ্তাহেই ইন্দো-রাশিয়া দুটি গুরুত্বপূর্ণ সামরিক সমযোতা করেছে৷ এক, ২০০ টি টুইন ইঞ্জিন কামোভ কা-২২৬টি লাইট মাল্টি-রোল হেলিকপ্টার গড়ার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ৷ দুই, যৌথ ভাবে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া৷
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে