রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩৭:১৮

জঙ্গি দমনে ভারতের সঙ্গে যৌথ অভিযান চালাবে আমেরিকা

জঙ্গি দমনে ভারতের সঙ্গে যৌথ অভিযান চালাবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ‘উরির ঘটনায় জঙ্গি যোগ নেই’ প্রেস বিবৃতি দিয়ে পাকিস্তান একথা জানানোর কয়েক ঘন্টার মধ্যে বার্তা দিল ওয়াশিংটন৷ রবিবার মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী দিনে জঙ্গি দমনে ভারতের সঙ্গে যৌথ অভিযান চালানো হবে৷

পাশাপাশি, উরিতে শহীদ জওয়ানদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপনও করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷পাশাপাশি ব্রিটেনের তরফেও বার্তা দেওয়া হয়েছে৷ ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জঙ্গি দমনে ভারতের সঙ্গে আছে ব্রিটেন৷

বিশ্বজুড়ে জঙ্গি বাড়বাড়ন্তকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবেনা বলে স্পষ্ট বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন৷ উরির মতো হামলার ঘটনা একটি দেশের পক্ষে বড়সড় ক্ষতি৷ জানিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক৷ এদিকে উরির ঘটনায় কোনও জঙ্গি যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান ৷

পাক বিদেশ মন্ত্রকের প্রেস বিবৃতি, ভারত যেকোনো হামলার পিছনেই পাকিস্তানের মদত রয়েছে বলে জানায় ৷ যা ভিত্তিহীন৷ তবে পাকিস্তানের এই দাবি যে আন্তর্জাতিক মহলে মেনে নেওয়া হচ্ছেনা আমেরিকার বার্তাতেই তা স্পষ্ট৷

উরি নাশকতায় জঙ্গিরা পাকিস্তানে তৈরি অস্ত্র ব্যবহার করেছে বলে জানান, ডিজিএমও লেফট্যানেন্ট জেনারেল রনবীর সিং ৷ কলকাতা২৪

১৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে