আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে কাবেরীর জল নিয়ে কর্নাটক-তামিলনাড়ু ঝামেলা চলার সময় কর্নাটকে যে একের পর এক তামিলনাড়ুর বাস পোড়ানো হয়, তার পিছনে হামলাকারীর পরিচয় পেয়ে রীতিমত তাজ্জব পুলিশ। জানা গেছে, তামিলনাড়ুর এক অপারেটরের ৪২টি বাসে আগুন দেয় ২২ বছর বয়সি এক মহিলা। সি ভাগ্য নামে ওই তরুণী পেশায় দিনমজুর। ১০০ টাকা ও ১ প্লেট বিরিয়ানির লোভ দেখিয়ে তাকে টেনে আনা হয় কাবেরীর জল নিয়ে বিক্ষোভকারীদের দলে।
১২ তারিখের ওই হামলার ঘটনায় যে ১১জনকে গ্রেফতার করা হয়েছে, ভাগ্য তাদের অন্যতম। অভিযোগ, এরা বাসকর্মীদের গায়ে ডিজেল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। য়েখানে বাসগুলি পার্ক করা ছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে ও এক বাসকর্মীর মোবাইল ফোনের ভিডিওর ভিত্তিতে পুলিশ ভাগ্যকে সনাক্ত করে।
ভাগ্যর মা ইয়েল্লাম্মা জানিয়েছেন, ১০০ টাকা ও ১ প্লেট মাটন বিরিয়ানির আশ্বাস দিয়ে তাঁর মেয়েকে বিক্ষোভকারীদের দলে ভেড়ানো হয়। যারা তাকে নিয়ে যায়, তারা তার পরিচিত। ভাগ্য থাকে তার বাবা মার সঙ্গে, গিরিনগর এলাকায়। কাছেই ওই বাস ডিপো। ইয়েল্লেম্মার বক্তব্য, ১২ তারিখ দুপুরে মজুরি সেরে ফেরার পর কয়েকজন পরিচিত লোক এসে তাকে বলে কাবেরীর জল নিয়ে বিক্ষোভে যোগ দিতে। বদলে তাকে দেওয়া হবে ১ প্লেট বিরিয়ানি আর ১০০ টাকা। এতেই রাজি হয়ে বিক্ষোভে যোগ দিতে চলে যায় সে।
পুলিশ সূত্রে খবর, যেখানে বাসে আগুন লাগানো হয়, সেখানে আরও কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে কিন্তু গুন্ডামিতে তারা সরাসরি যোগ দিয়েছিল কিনা স্পষ্ট নয়। ১২ তারিখের ঘটনায় গ্রেফতার ৪০০-র মত বিক্ষোভকারীর মধ্যে ভাগ্যই একমাত্র মহিলা। এই মুহূর্তে পুলিশি হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। তবে সেই উন্মত্ত জনতার নেতৃত্ব দিচ্ছিল কিনা, তা এখনও পরিষ্কার নয়।-এবিপি আনন্দ
১৯ সেপ্টেম্ববর,২০১৬/এমটিনিউজ২৪/এআর