আন্তর্জাতিক ডেস্ক : নিউ জার্সির একটি রেল স্টেশন থেকে আরও পাঁচটি সন্দেহজনক ‘বোমা’ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিকে নিষ্ক্রিয় করতে গেলে, তা বিস্ফোরিত হয়।
ম্যানহাটনে একটি ‘বোমা’ বিস্ফোরণ এবং অপর একটি উদ্ধার করার পর যুক্তরাষ্ট্রব্যাপী নিরাপত্তা সতর্ক জারি করা হয়। এরপরই নিউ জার্সির এলিজাবেথ রেল স্টেশন থেকে উদ্ধার করা হলো কাগজে মোড়ানো পাঁচটি ‘বিস্ফোরক যন্ত্র’।
এলিজাবেথের মেয়র ক্রিশ্চিয়ান বোলওয়েজ জানিয়েছেন, রবিবার রাত আটটার দিকে একটি প্যাকেট থেকে তার এবং পাইপ বেরিয়ে থাকতে দেখে দুই ব্যক্তি পুলিশে খবর দেন।
মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটার দিকে একটি ‘বোমা’ বিস্ফোরিত হয়। নিষ্ক্রিয়করণের সময় এটি বিস্ফোরিত হয়।
তদন্ত কাজের নেতৃত্ব দিচ্ছে এফবিআই এবং তারা বাকি চারটি ‘বোমা’ নিষ্ক্রিয় করতে কাজ করছেন। বিস্ফোরণে কেউ আহত হননি বলে বোলওয়েজ নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বোলওয়েজ বলেন, “রোবটের সাহায্যে ‘বিস্ফোরক যন্ত্র’ নিষ্ক্রিয়করণের কাজ করা হচ্ছে। একটি ‘বিস্ফোরক যন্ত্র’ নিষ্ক্রিয় করার সময় একটি তার কাটার পরপরই তা বিস্ফোরিত হয়। আমি এর প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবগত নয়। তবে আমি জানি, সেখানে আরও চারটি ‘বিস্ফোরক যন্ত্র’ রয়েছে।” তিনি আরও জানান, এফবিআই পুরো বিষয়টি তদন্ত করছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে তিনি জানিয়েছেন, ‘বিস্ফোরণের তীব্রতা থেকে বোঝা যায় যে, ‘বিস্ফোরক যন্ত্র’টি নিশ্চিতভাবেই লোকজনের হতাহতের কারণ হয়ে উঠতে পারতো।’
এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিস্ফোরিত বোমাটি ও উদ্ধারকৃত আরেকটি বোমা উভয়েই প্রেসার কুকার বোমা ছিল বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। উভয় বোমা বিস্ফোরণের জন্য ফ্লিপ ফোন এবং ক্রিসমাস লাইট ব্যবহার করা হয়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, তাও ছিল প্রেসার কুকার বোমা। প্রেসার কুকারে বিস্ফোরক ভরে এ ধরনের বোমা তৈরি করা হয়।
শনিবার রাতে ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণে আহত হয় ২৯ জন। কর্মকর্তারা এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তবে বিস্ফোরণের উদ্দেশ্য ও সন্দেহভাজনদের বিষয়ে কোনও তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
১৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম