 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : সব আন্তর্জাতিক ফোরাম ও গ্রুপ থেকে পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার সিদ্ধান্ত নিল ভারত। সোমবার কেন্দ্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এএনআই সূত্রে খবর, উরি হামলায় পাকিস্তানের দায় প্রমাণ করতে সবরকম তথ্যপ্রমাণ দাখিল করার সিদ্ধান্তও নিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে সব প্রমাণই রয়েছে ভাতের হাতে। জিপিএস ট্র্যাকার কতিয়ে দেখলেই বোঝা যাবে, যারা এসেছিল তারা যাত্রা শুরু করে পাকিস্তান থেকে। অস্ত্রতেও মিলেছে পাকিস্তানের ছাপ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।
এর আগে রবিবার অর্থাৎ আমলার দিনই একটি জরুরি বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। যেখানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের সব উচ্চপদস্থ আধিকারিকরা। সেনার তরফে পুরো ঘটনা বর্ণনা করা হয় রাজনাথ সিং-কে।
উরিতে জঙ্গি হানায় নিহত জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৷ নিহতদের মধ্যে দু’জন এই রাজ্যের বাসিন্দা৷ জানা গিয়েছে, একজনের নাম বিশ্বজিৎ ঘোড়াই ও অন্য একজনের নাম জি দলাই৷ বিশ্বজিৎ গঙ্গাসাগর ও দলাই হাওড়ার রবিবার সাতসকালে জঙ্গি হামলায় রক্তাক্ত হয় উরি সেনাঘাঁটি৷ যা গত ২৬ বছরের মধ্যে উপত্যকায় সবথেকে ভয়াবহ জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে৷ হামলাকারী চার জঙ্গিকে খতম করা হয়েছে৷ নাশকতার জেরে সোমবার উপত্যকা থমথমে৷
১৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                