সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১৩:৫৮

মেয়েটির কাণ্ড, ১০০ টাকা আর ১ প্লেট বিরিয়ানির জন্য ৪২ বাসে আগুন!

মেয়েটির কাণ্ড, ১০০ টাকা আর ১ প্লেট বিরিয়ানির জন্য ৪২ বাসে আগুন!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১০০ রুপি আর এক প্লেট মাটন বিরিয়ানি পাওয়ার আশায় জ্বলে উঠেছিলেন বছর ২২-এর মেয়েটি।  এ জন্য তিনি জ্বালিয়ে দিয়েছিলেন ৪২টি বাস।

কাবেরীর পানি নিয়ে 'সুপ্রিম' নির্দেশের জেরে দিন কয়েক আগে যে তাণ্ডবের সাক্ষী হয়েছে বেঙ্গালুরু, তার অন্যতম হোতা নাকি এই মেয়েটি।  সিসিটিভির ফুটেজ দেখে মেয়েটিকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ।

সি ভাগ্য নামে ওই যুবতী দিনমজুরের কাজ করেন। সিসিটিভির ফুটেজ ও মোবাইল ভিডিও'র তোলা ফুটেজে দেখা গেছে কীভাবে ১২ সেপ্টেম্বর কাবেরী বিক্ষোভে অংশ নিয়ে জ্বালাময়ী হয়ে উঠেন মেয়েটি।

কেপিএন গ্যারাজের সদস্যদের ডিজেলে ভিজিয়ে দিয়ে তিনি জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।  যে বাসইয়ার্ডে সারি সারি পোড়া বাসের কঙ্কাল পড়েছিল, সেখানকার সিসিটিভির ফুটেজেই ধরা পড়েছে এ ছবি। এর থেকেই পুলিশের সন্দেহ ওই ঘটনায় ধৃত ১১ জনকে নেতৃত্ব দিয়েছিলেন সি ভাগ্য।

এদিকে ভাগ্যর মা ইয়েল্লেমা স্থানীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, বিক্ষোভকারীরা তার মেয়েকে তাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য ১০০ টাকা ও এক প্লেট মাটন বিরিয়ানি দেবে বলে প্রস্তাব দেন।

কেপিএন গ্যারাজের সামনেই গিরিনগরে থাকেন ভাগ্যরা।  ইয়েল্লেমা জানালেন, সেদিন ভাগ্য সবে বাড়ি ফিরেছে, তখনই তার পরিচিত একদল লোক তাকে বিক্ষোভে অংশ নেয়ার জন্য ডাকতে আসেন। দিনের শেষে তারা ভাগ্যকে ১০০ টাকা ও এক প্লেট মাটন বিরিয়ানি দেবে বলে প্রতিশ্রুতি দেন।

ওইদিনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪০০ জনের মধ্যে শুধুমাত্র ভাগ্যই একা মহিলা বলে জানিয়েছে পুলিশ। অন্য মহিলাদের ঘটনাস্থলে দেখা গেলেও তারা প্রত্যক্ষভাবে তাণ্ডবে অংশ নিয়েছিল কি-না পুলিশ সে বিষয়ে স্পষ্ট নয়।
১৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে