আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হান্ডওয়ারার লাঙ্গাত পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলা৷ তবে গতকালের হামলা পর কাশ্মির জুড়ে আইন-শৃংখলা বাহিনী সতর্ক থাকার কারণে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ খবর এনডিটিভির।
সূত্রের খবর, হঠাৎই পুলিশ ফাঁড়িতে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা৷তাদের সঙ্গে রয়েছে একে-৪৭ রাইফেলও৷জানা গিয়েছে, বিগত ৪৫ মিনিট ধরে চলছে গুলির লড়াই৷
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা বাহিনীর বিশেষ কমান্ডোরা৷ গতকালই কাশ্মিরের উরিতে সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ছিল চারজন জয়েশ ফিদায়েঁ জঙ্গি৷ হামলা ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে৷
ভারতীয় গোয়েন্দার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, গতকাল উরিতে সেনা ঘাঁটিতে হামলা চালান ফিদায়েঁ জঙ্গিদের সঙ্গেই আরও একটি ফিদায়েঁ দল ঢুকেছে সীমান্ত পেড়িয়ে৷ মনে করা হচ্ছে সেই দলটি হামলা চালিয়ে থাকতে পারে৷
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি