আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ার সম্ভাবনার কথা অস্বীকার করলো রাশিয়া। গিলগিট-বালতিস্তানে কোনও যৌথ সামরিক মহড়া হবে না বলেও জানিয়ে দিলেন রাশিয়ার অ্যাম্বাসাডর এ কাদাকিন।
তিনি জানিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এমন কোনও মহড়া হওয়ার প্রশ্ন ওঠে না। পাকিস্তান এ মহড়ার জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু রাশিয়া তা নাকচ করে দিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে রাশিয়া ভারতের পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি।
কিছুদিন আগেই এই খবর প্রকাশ্যে আসে যে, এই প্রথম যৌথ মহড়ায় নামছে রাশিয়া ও পাকিস্তান। এই মহড়ায় দুই দেশের অন্তত ২০০জন সেনা অংশ নেবেন বলেও জানানো হয়।
রাশিয়ার পাকিস্তান রাষ্ট্রদূত কাজি খালিউল্লা জানিয়েছিলেন, এই প্রথমবার দুই দেশের সেনাবাহিনী একইসঙ্গে মহড়ায় নামছে।
এই মহড়ার নাম দেওয়া হয় ‘Friendship-2016’। তবে কবে থেকে শুরু হবে বা কি ধরনের মহড়া হবে তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। রাশিয়ান সংবাদমাধ্যমে বলা হয়, এই মহড়া ইঙ্গিত দিচ্ছে যে, যে দুই দেশে মধ্যে কয়েক দশকের ঠাণ্ডা লড়াই ছিল তারা এবার প্রতিরক্ষা সংক্রান্ত সুসম্পর্কের দিকে এগোচ্ছে।
আমেরিকার সঙ্গে সম্পর্কে পতন ঘটার ফলেই নিজেদের বিদেশনীতিতে পরিবর্তন এনেছে পাকিস্তান। এয়ারক্রাফট কেনার জন্য এবার অন্য দেশকে বেছে নিচ্ছে পাকিস্তান। গত ১৫ মাসে রাশিয়া গিয়েছেন পাকিস্তানের আর্মি, বিমানসেনা ও এয়ারফোর্সের চিফ। এর ফলে দুই দেশের মধ্যে MI-35 অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া রাশিয়ার কাছ থেকে Su-35 ফাইটার জেটও কিনতে পারে পাকিস্তান। কলকাতা ২৪
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি