মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০১:৩৫

শিকাগোর আকাশে দেখা গেল এক অদ্ভুত বস্তু, চাঞ্চল্য এলাকায়

শিকাগোর আকাশে দেখা গেল এক অদ্ভুত বস্তু, চাঞ্চল্য এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক: শিকাগোর বাসিন্দা ক্যারল কোল তাঁর স্বামীর সঙ্গে বাড়িতেই ছিলেন তখন। হঠাৎ তাঁদের দুজনেরই নজরে পড়ল এক বিচিত্র বস্তু পাক খাচ্ছে শহরের আকাশে। ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে জল্পনার শেষ নেই মানুষের।

এ নিয়ে বহু রটনাই শোনা যায় মাঝেমধ্যে। তবে প্রতিবারই সেই রটনার শেষে উঠে আসে অন্য কোনও কাহিনী। যে কাহিনীর মধ্যে থাকে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে, এবার যে ঘটনাটি শোনা গেল শিকাগো শহরে, এখনও পর্যন্ত তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুজন। ক্যারল কোল ও তাঁর স্বামী। তাঁরা দুজনেই বাড়িতে ছিলেন গত শুক্রবার সকালে। হঠাৎই একটি অদ্ভুত বস্তুকে উড়ে যেতে দেখেন মন্ট্রোস সি বিচ-এর দিকে। ঘড়িতে তখন সকাল দশটা। জিনিসটা কী বোঝার জন্য বাইরেও বেরিয়ে আসেন ক্যারল। তাঁর কথায়, ‘বেরিয়ে যেটা দেখলাম, এমন অদ্ভুত জিনিস আমি এর আগে কখনও দেখিনি।’

একটি আন্তর্জাতিক ইংরেজি সংবাদমাধ্যমে ক্যারল জানিয়েছেন, ‘আমরা দুজনেই দেখেছি  জিনিসটাকে। ওটা কোনও বিমান বা হেলিকপ্টার ছিল না, সে বিষয়ে আমি নিশ্চিত। আর কোনও বেলুনও নয়। তবে আর কী হতে পারে যা ওভাবে আকাশে উড়বে?’

তাঁর প্রশ্নের উত্তর অবশ্য এখনও পর্যন্ত মেলেনি। ঘটনাটি প্রচার হওয়ার পর থেকেই কৌতুহল ছড়িয়েছে এলাকায়। ক্যারল ক্যামেরা দিয়ে বস্তুটার ছবি নেওয়ার চেষ্টা করলে আচমকা ক্যামেরা খারাপ হয়ে যায় বলে জানান তিনি। সঙ্গে এও জানান, ‘গোলাকার বস্তুটা প্রায় এক মিনিটের উপর আমাদের বাড়ির কাছে ছিল। তারপরে বিচের দিকে অদৃশ্য হয়ে য়ায়। আমরা ছাড়াও অন্য কেউ ওটা দেখেছে নিশ্চয়ই।’

গবেষকরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। ‘কয়েক বছর আগে এই এলাকায় আরও একজন এই ধরনের গোলাকার বস্তু আকাশে উড়তে দেখেছিলেন। তবে তিনি মাঝে মধ্যেই এই ধরনের কথা বলতেন বলে তাঁর কথা বিশ্বাস করিনি আমরা কেউ’, জানিয়েছেন ক্যারল।-এবেলা

২০সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে