রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৮:৪২:৪৬

সংকটে নেপাল, কাঠগড়ায় ভারত

সংকটে নেপাল, কাঠগড়ায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে নেপাল৷ দেশেটির এই সংকটের জন্য ভারতকে কাঠগড়ায় তুলেছেন নেপালের উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করে তিনি বলেন, ভারত বাধা দিচ্ছে বলেই সীমান্ত পেরিয়ে নেপালে ঢুকতে পারছে না মালবাহী ট্রাক৷

যদিও তাঁর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দেয় নয়াদিল্লি৷ নতুন সংবিধান নিয়ে নেপালের অন্দরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার জেরেই পণ্য নিয়ে ট্রাকগুলি নেপালে যেতে পারছে না৷

পাল্লা দিয়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে নেপালে৷ যার জেরে শনিবার রাস্তাঘাট ছিল প্রায় যানবাহন শূণ্য৷ পরিস্থিতি এতটাই জটিল যে, প্রতি সপ্তাহে একটি গাড়ি ১০ লিটার ও বাইক ৩ লিটারের বেশি তেল পাবে না সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্র: কলকাতা২৪
০৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে