আন্তর্জাতিক ডেস্ক: উরি নিয়ে উত্তাপের মধ্যেই ছড়িয়ে পড়ছে এই ভিডিও। যেখানে ভারতীয় জওয়ানদের একটি বাসের মধ্যে রেকর্ড করা হয়েছে এক জওয়ানের কবিতা।
আর সেই কবিতায় কোনও ভালমানুষির কথা নেই। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পাতানোর কথা নেই। স্পষ্ট ভাষায় পাকিস্তানকে, পাক সেনাকে চ্যালেঞ্জ ছুড়েছেন এক জওয়ান। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, কোনও যুদ্ধেই কিন্তু ভারতের কাছে টিকতে পারেনি পাক সেনা। প্রতিবারই হার মানতে হয়েছে এদেশের বীর যোদ্ধাদের সামনে।-এবেলা
২০ সেপ্টেম্ববর,২০১৬/এমটিনিউজ২৪/এআর