 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি মানবিক ত্রাণবহরের ওপর বিমান হামলার পর জাতিসংঘ দেশটিতে সবরকমের ত্রাণ দেয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান পিটার মোরার বলেছেন, এই আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের এক চরম লংঘন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
সোমবার ওই আক্রমণের ঘটনা ঘটে এবং তাতে ১২ জন লোক নিহত হয় বলে সিরিয়ার মানবাধিকারকর্মীরা বলছে। এর পর রেডক্রসের ত্রাণসামগ্রী সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।
এর আগে আলেপ্পো এবং রাজধানী দামেস্কের উপশহরগুলোতে যুদ্ধ ছড়িয়ে যাওয়ায় রুশ-মার্কিন উদ্যোগে বলবৎ করা যুদ্ধবিরতিটি কার্যত ভেঙে পড়েছে। সেখানে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণও চলছে।
আজই জাতিসংঘে রাশিয়া, আমেরিকা এবং অন্য শক্তিধর দেশগুলো সিরিয়া নিয়ে আলোচনা করবে, তবে যুদ্ধবিরতি আবার বলবৎ করা যাবে কিনা তা স্পষ্ট নয়।
২০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই