আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে মানুষ কতোটা নির্দয় তা ধরা পড়লো সিসি ক্যামেরার ফুটেজে। গত ২৪ ঘণ্টায় নগরীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে দুই নারীকে কুপিয়ে হত্যা করলেও একজন পথচারীও তাদের বাঁচাতে এগিয়ে আসেনি।
মঙ্গলবার সকালে ব্যস্ত রাস্তায় হঠাৎ মোটরসাইকেল থেকে নেমেই এক তরুণীকে প্রকাশ্যে একের পর এক ছুরকাঘাত করতে থাকে এক দুর্বৃত্ত। খবর এনডিটিভির।
আর এ ভয়ংকর দৃশ্য দেখেও ২১ বছর বয়সী স্কুল শিক্ষিকা করুনাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। নির্দয় সব পথচারীরা এ সময় না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়।
এভাবে একের পর এক ৩০বার ছুরিকাঘাত করার পর ওই তরুণী মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে তার মাথা থেঁতলে নিথর দেহে সজোরে লাথি মেরে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে হত্যাকারী।
দিল্লির ব্যস্ত সড়কে বিনা বাধায় গত ২৪ ঘণ্টায় এ নিয়ে দুই নারীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করলো ঘাতকরা। সোমবার দিল্লির ইন্দ্রপুরি এলাকায় ৩২ বছর বয়সী এক নারীকে তার প্রেমিক একইভাবে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করলেও কেউ এগিয়ে আসেনি।
তবে, সিসি টিভির ফুটেজ দেখে মঙ্গলবার সকালে খুন হওয়া তরুণীর হত্যাকারী সুরেন্দ্র সিংকে (৩৪) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ অবাক হয়েছে পথচারীদের নির্মমতা দেখে। চোখের সামনে অসহায় এক নারীকে দুর্বৃত্ত একের পর এক ছুরি চালাচ্ছে আর মানুষ টু শব্দটি করছে না।
ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষিকা করুনার পরিবার জানায়, স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ মাস আগে প্রতিবেশী সুরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়।
কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত বর্বরোচিত কায়দায় খুন হয়ে থানায় অভিযোগ দায়েরের 'প্রায়শ্চিত্ত' করতে হলো এই স্কুল শিক্ষিকাকে। এবেলা
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/