মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৯:৪৮

ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জাপান

ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জাপান

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ জাপানে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মালাকাস৷ মঙ্গলবার ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে দক্ষিণের কিয়ুশু দ্বীপ, ঘূর্ণিঝড়ের তান্ডবে কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে৷ বিদ্ধস্ত জনজীবন, ঘরবাড়ি, ধানক্ষেত৷ সঙ্গে ২৪ ঘন্টায় ৫৭৮মিলিমিটার বৃষ্টিতে ভেসে গিয়েছে রাস্তা, কৃষিজমি৷ বাড়ির মধ্যে বৃষ্টির পানিতে আটকে থাকা ৬জনকে উদ্ধার করা হয়েছে নৌকার সাহায্যে৷ তবে এখন পর্যন্ত কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি৷

আবহাওয়া খারাপ থাকার কারণে ১০৬টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে৷ টোকিওতেও জারি করা হয়েছে সতর্কতা৷ বৃষ্টি, টাইফুনের কারণে ধ্বস এবং বন্যা বৃদ্ধির আশঙ্কাকেও উড়িয়ে দেয়া যাচ্ছেনা৷

ইতিপূর্বে লায়নরক ঘূর্ণিঝড়ের কারণে এই মাসের প্রথমেই ১৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল৷ একের পর এক ঘূর্ণিঝড়ে নাজেহাল জাপানবাসীর রাতের ঘুম কার্যত হারাম হয়ে গিয়েছে বলাই যায়৷ দুর্যোগ কাটিয়ে কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে জনজীবন সেই অপেক্ষাতেই দিন গুনছে সবাই৷
২০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে