আন্তর্জাতিক ডেস্ক : এক ইঞ্জিনিয়ার যুবকের কল্যাণে বেঁচে গেল কয়েকশো প্রাণ। অল্পের জন্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনার হাত থেকে রাক্ষা পেল। অফিসে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় থাকা ওই যুবক খোলা ফিশপ্লেট দেখে সঙ্গে সঙ্গে রেললাইনে নেমে সতর্ক করেন ট্রেনের চালককে।
মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার জন্য কুরলা রেলস্টেশনে দাঁড়িয়েছিলেন ২৩ বছরের ইঞ্জিনিয়ার জি সকপাল। ট্রেনটি যখন স্টেশন থেকে ৪-৫ কিলোমিটার দূরে, তখন তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে রেললাইনের একটি অংশ একটু উপরে উঠে রয়েছে। রেলওয়ে নিয়ে উত্সাহী ইঞ্জিনিয়ারের চোখে ধরা পড়ে কিছু একটা বড়সড় সমস্যা রয়েছে এই লাইনে। ফিশপ্লেটটিও খোলা রয়েছে বলে তার মনে হয়।
সঙ্গে সঙ্গে তিনি রেল লাইনে নেমে গিয়ে সতর্ক করেন ট্রেনের চালককে। সকপাল বলছেন, 'আমি তখনই ট্রেনের চালককে সতর্ক করি এবং রেলের হেল্পলাইনে ফোন করি।' এরপরই চালক ট্রেনটি থামিয়ে দেন। লাইন মেরামতের জন্য তড়িঘড়ি ঘটনাস্থলে যান রেলের কর্মকর্তারা।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মেরামত কাজের জন্য খুব সামান্য সময় ট্রেন দেরি করে ছাড়তে হয়েছে। সব ট্রেনকে ওই লাইনের উপর দিয়ে ১০ কিমি/ঘণ্টা গতিবেগে চলাচল করতে নির্দেশ দেয়া হয়। বৃষ্টির কারণে এদিন দেরিতে চলে পশ্চিম বঙ্গের ট্রেনগুলিও।-টাইমস অব ইন্ডিয়া
২০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই