মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:১৪:৫৫

গ্রিসে শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন

গ্রিসে শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের লেসবস দ্বীপের মারিয়া এলাকায় একটি শরণার্থী শিবিরে স্থানীয় সময় সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুনে শরণার্থী শিবিরে প্রায় সব তাঁবুই পুড়ে ছাই হয়ে গেছে।

সেই শিবিরে বসবাসকারী প্রায় তিন থেকে চার হাজার শরণার্থী এখন পাশের একটি খোলা মাঠে মানবেতর রাত কাটাচ্ছেন।  পুলিশের ধারণা, কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়েছে।  খবর : এএফপির

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  সেখানে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবার সব সরঞ্জাম পুড়ে গেছে।  এ ঘটনায় শরণার্থী নিবন্ধনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিসের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন ধরনের তথ্য প্রচার করছে।  দেশটির সংবাদ সংস্থা এনা বলছে, শরণার্থী শিবিরে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসীদের মধ্যে দ্বন্দ্বের কারণে এখানে আগুন লাগিয়েছে।

আবার এথেন্সভিত্তিক পত্রিকা কাথিমেরিনি বলছে, শরণার্থীদের তুরস্কে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে- এমন গুজবে শিবিরটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কিছু লোক।

গ্রিসে বর্তমানে ৬০ হাজার শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী রয়েছেন।  তাদের অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশে ইচ্ছুক।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে