মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৬:১৪

ছিনতাইয়ের বার্তায় আতঙ্কে পাইলট, সৌদি বিমানের জরুরি অবতরণ

ছিনতাইয়ের বার্তায় আতঙ্কে পাইলট, সৌদি বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : ছিনতাইয়ের বার্তা পেয়ে সৌদি আরবের একটি বিমান ফিলিপিন্সে জরুরি অবতরণ করে।  পরে কর্তৃপক্ষ জানায়, ছিনতাইয়ের ওই বার্তাটি ছিল সম্পূর্ণ ভুল।

প্রথমে বিমানের পাইলট আতঙ্কিত হয়ে ট্রাফিক কন্ট্রোলকে জানান, বিমানটি হুমকির মধ্যে রয়েছে।  কিন্তু পরে কর্তৃপক্ষ জানায়, কোনো সমস্যা নেই।  ছিনতাইয়ের ভুল তথ্য দেয়া হয়েছিল।

সৌদি আরবের জেদ্দা থেকে ৭৭৭ বোয়িং বিশানের এসভি৭২ ফ্লাইটের বিমানটি ফিলিপিন্সের ম্যানিলায় নির্ধারিত স্থানের অবতরণের ২০ মাইল দূরে থাকতে ছিনতাইয়ের বার্তা দেয়।

পরে বিমানটিকে নয়নয় একুনো আন্তর্জাতিক বিমানবন্দরের জনশূন্য এলাকায় জরুরি অবতরণ করানো হয়।

তদন্তের পর ম্যানিলা পুলিশ বিপদমুক্ত বলে ঘোষণা দেয়।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে