আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কাছে ভারতের নামে নালিশ করতে গিয়ে পালটা ধমক খেয়ে ফিরলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতিসংঘের সাধারণ সভার ৭১তম বৈঠকে যোগ দিতে গিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্রসচিব জন কেরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেখানেই জন কেরি তাকে স্পষ্ট জানিয়ে দেন, সাম্প্রতিককালে জঙ্গিদমনে পাকিস্তান কিছুটা উদ্যোগী হলেও এখনো সেদেশ সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। এটা চলতে দেয়া যাবে না।
উরির সেনা ক্যাম্পে পাক জঙ্গিহামলার নিন্দা করে কেরি দু’দেশকেই সংযত থাকার পরামর্শ দিয়েছেন। সঙ্গে পাকিস্তানকে জানিয়ে দিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরি সংক্রান্ত গবেষণায় রাশ টানতে হবে তাদের।
জানা গিয়েছে, কাশ্মীর সমস্যার সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন নওয়াজ শরিফ। সেই দাবি নিয়ে নিজেদের অবস্থান না-জানালেও মার্কিন বিদেশ সচিব স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তান এখনো জঙ্গিদের মুক্তাঞ্চল।-ওয়ান ইন্ডিয়া
২০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই