মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪৬:১১

স্কুল থেকে উদ্ধার ১৪ফুট লম্বা অজগর!

স্কুল থেকে উদ্ধার ১৪ফুট লম্বা অজগর!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ১৪ ফিট লম্বা একটি অজগর উদ্ধার হলো ভারতের জলপাইগুড়িতে। আজ ২০ সেপ্টেম্বর রাজগঞ্জের ধুপেরহাট প্রাথমিক স্কুল থেকে উদ্ধার হয় অজগরটি। আস্ত একটি ছাগল খেয়ে প্রাথমিক স্কুলে আসে সেটি। বিশাল এই সাপটি চোখে পড়ে পড়ুয়াদের।

এরপর খবর দেওয়া হয় বনবিভাগে। বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। গোটা ঘটনাটি দেখে হতবাক স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা। জলপাইগুড়ির বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, সুযোগ পেলে ছোটো ছেলেমেয়েদেরও গিলেও ফেলতে পারত এই সাপটি। যা শুনে আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা।
২০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে