আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের সময়ে দুটি অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের উরি শহরের লাচিপুরায় ১০ জঙ্গি নিহত হয়েছে, নাওগামে আহত হয়েছে এক ভারতীয় সেনা।
এখনো ওই দুই জায়গায় গোলাগুলি অব্যাহত রয়েছে। দিনের শুরুতে উরি সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি করেছিল পাকিস্তান সেনাবাহিনী। মাত্র দুইদিন আগেই উরির সেনা ছাউনিতে আত্মঘাতী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পরে বিশ্বের সমালোচনার প্রেক্ষিতেও পাকিস্তান গুলি করলো।
রবিবার উরি হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, তবে ভারত বলেছে তাদের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে।-টাইমস অব ইন্ডিয়া
২১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ