 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্য দিন দিন সম্পর্ক চরম অবনতি হচ্ছে। রীতিমত দুই দেশই বাকযুদ্ধ থেকে আস্তে আস্তে বিরাজ করছে যুদ্ধাবস্থাও। এ মুহূর্তে দুই দেশই শত্রু মিত্র পক্ষের হিসাব কষছেন।
বিভিন্ন দেশ কাশ্মির ইস্যুতে এক এক পক্ষ নেওয়া শুরু করেছে। এ অবস্থায় সৌদি আরব পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সৌদির প্রিন্স এবং উপ প্রধানমন্ত্রী শাহজাদা মুহাম্মদ বিন নায়েফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তানের সঙ্গে সৌদির সম্পর্ক আরো জোরদার করার কথা বলেছেন প্রিন্স। পাকিস্তানও সৌদির নিরাপত্তায় যে কোনো সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দুই দেশের এই বৈঠকে কাশ্মীর নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এ সময় নওয়াজ শরীফ কাশ্মীরিদের উপর ভারতীয় সেনারা জুলুম করছে বলে অভিযোগ করেছেন সৌদির প্রিন্সের কাছে।
নওয়াজ শরীফ বলেছেন, ভারতীয় সেনারা কাশ্মীরকে জেলখানায় পরিণত করেছেন। নওয়াজ শরিফ সৌদি আরবসহ মুসলিম বিশ্বকে কাশ্মীরিদের পক্ষে আওয়াজ উঠানোর অনুরোধও করেন।
বৈঠকে পাক প্রধানন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্ট সরতাজ আজিজ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জাবের উপস্থিত ছিলেন।
সূত্র: ডেইলি পাকিস্তান
২১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি