বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৪:৩৮

পাকিস্তানের বিরুদ্ধে একজোট রাশিয়া-ফ্রান্স

পাকিস্তানের বিরুদ্ধে একজোট রাশিয়া-ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: বারংবার পাক উস্কানি সত্ত্বেও আবেগের বশে আগ্রাসী মনোভাব ব্যক্ত না-করে, চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে কৌশলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে একঘরে করার দিকে এগোচ্ছে ভারত। সেই লক্ষ্যে অনেকাংশেই সফল হয়েছে ভারত। সম্প্রতি উরি হামলার প্রেক্ষিতে ফ্রান্স ও রাশিয়ার সমর্থনও আদায় করে নিল নয়াদিল্লি।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ (UNSC)-এর ৫ স্থায়ী সদস্যের মধ্যে এই দুটি দেশ প্রকাশ্যেই হয় পাকিস্তান নয়তো পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

গত রবিবার ভোররাতে উরি সেনাছাউনিতে আচমকা জঙ্গি হামলায় ১৮ জওয়ান নিহত হন। জওয়ানরা ঘুমন্ত অবস্থায় থাকায় প্রত্যাঘাতের সুযোগ পাননি। শুধু উরি সেনাছাউনি নয়, পাকিস্তানের ক্রমাগত উস্কানির কারণেই যে গোটা কাশ্মীর অস্থির হয়ে উঠেছে।

আন্তর্জাতিক মহলের সামনে তারও যুক্তিসই ব্যাখ্যা দিয়েছে ভারত। এমনকী উরির জঙ্গিহানার নেপথ্যে পাকিস্তানেরই যে হাত রয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নানা নমুনারও উল্লেখ করা হয়েছে।

উরির প্রেক্ষিতে কোন দেশের কী প্রতিক্রিয়া তা একত্রিত করে সামনে এনেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। উরিতে জঙ্গি হামলার নিন্দা আগেই করেছিল আমেরিকা। ব্রিটেনও সরব হয়ে ভারতের পাশে দাঁড়ায়। এ বার ফ্রান্স ও রাশিয়াও জঙ্গি ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

একই সঙ্গে শহিদ সেনাদের পরিবারের প্রতি তারা সমবেদনাও জানায়। একমাত্র চিন পাকিস্তানের সরাসরি নাম করেনি। তবে, উরির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে চিন। চিন দাবি করে, তারা যে কোনও রকম জঙ্গিকার্যকলাপের বিরোধী।-এই সময়

২১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে