আন্তর্জাতিক ডেস্ক : নেপালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে ভারতে আসেন পুষ্প কমল দহল। যিনি নেপালে ‘প্রচণ্ড’ নামেই বেশি পরিচিত। আগেরবার চীনকে বেশি গুরুত্ব দিলেও এবার প্রথম থেকেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
তাতে ক্ষুব্ধ চীন। চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ প্রচণ্ডকে তার সাম্যবাদী রাজনীতির কথা মনে করিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে, ভারতবন্ধু হলে প্রচণ্ডের মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠবে।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি ওলি–র সময়ে মধেশিদের আন্দোলনের জেরে ভারত ও নেপালের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই সময় নেপালে জরুরি সাহায্য পৌঁছে দিতে রাস্তা তৈরির চুক্তি করে চীন। নেপালের ভারত বন্ধু অবস্থানের ফলে সেই প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চীনা কূটনীতিকের নেপালে আসার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি