আন্তর্জাতিক ডেস্ক : দু’দিন একটু চুপচাপ থাকার পর আবার কাশ্মীরের উরি সেক্টরে মঙ্গলবার শোনা গেল পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণের শব্দ। বারুদের গন্ধে ভরে গেল উরিতে নিয়ন্ত্রণরেখার দু’পারের এলাকা। খবর এবিপির।
ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, মঙ্গলবার একটু বেলা গড়াতেই উরিতে নিয়ন্ত্রণরেখার পাকিস্তানের সীমানা থেকে শুরু হয়ে যায় পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ। ছিটকে আসতে থাকে মর্টারের শেল। শোনা যায় কামানের তোপ দাগার আওয়াজ। প্রায় বিশ মিনিট ধরে চলে ওই পাকিস্তানের গোলাবর্ষণ। পাকিস্তান সেনাবাহিনী ওই বিশ মিনিটেই প্রায় বিশ রাউন্ড গোলাগুলি চালিয়েছে বলে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনারা জানিয়েছেন।
পাকিস্তানের ছোড়া গোলাবর্ষণের জবাবে ভারতীয় সেনারাও পাল্টা অবস্থান নেয়। তবে এ দিনের এই গোলাবর্ষণে ভারতের তরফে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে সরকারি সূত্রের খবর। গত রবিবার ভোরে এই উরি সেক্টরেই ভারতীয় জওয়ানদের তাবুতে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জইশ জঙ্গি। তাতে ১৮ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। ভারতীয় সেনার পাল্টা গুলিতে পরে ৪ জঙ্গিও নিহত হয়।
এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্য সম্পর্ক চরম অবনতি ঘটেছে। এবং তা রীতিমত রুপ নিয়েছে যুদ্ধকালীন অবস্থার।
এদিকে, মঙ্গলবারই উরি সেক্টরে দু’দিন আগেকার হামলার ঘটনার তদন্তের জন্য নিহত ৪ জঙ্গির দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছেন ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র গোয়েন্দারা। ওই ৪ জঙ্গির হামলাতেই গত রবিবার ১৮ জন ভারতীয় সেনা প্রাণ হারান উরি সেক্টরে ভারতীয় সেনা-তাঁবুতে। পরে ভারতীয় সেনাদের সঙ্গে ওই জঙ্গিদের প্রায় তিন ঘণ্টার গুলি-যুদ্ধ চলে। তাতে ৪ জঙ্গিই নিহত হয়।
ওই নিহত জঙ্গিদের কাছ থেকে ভারতীয় সেনারা যে সব অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মানচিত্র ও জিপিএস সেট আটক করেছিল, তদন্তের জন্য ভারতীয় সেনাবাহিনী সে সব দু’-এক দিনের মধ্যেই এনআইএ-র হাতে তুলে দেবে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। এনআইএ-র গোয়েন্দারা ওই সবের ভিত্তিতেই খুঁজে বের করার চেষ্টা করবেন, কোন রুট দিয়ে উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা-তাঁবুতে ঢুকেছিলেন ওই আত্মঘাতী জঙ্গিরা। জিপিএস সেটগুলি পরীক্ষা করে দেখার জন্য এনআইএ সেগুলিকে আমেরিকায় পাঠাবে।
এনআইএ-র তদন্তকারীদের দাবি, ওই নিহত জঙ্গিদের কাছ থেকে যে সব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, তাদের গায়ের নানা রকমের চিহ্ন আর তাদের কাছ থেকে পাওয়া নানা রকমের খাবারদাবার থেকে এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে, ওই জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগসাজশ রয়েছে পাকিস্তানের।
২১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি