আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম পরিবারকে বাড়ি বিক্রি করা নিয়ে অশান্তি ভারতের মুম্বাইয়ের আবাসনে। তবে পুলিশের হস্তক্ষেপে মিটেছে সমস্যা। গ্রেটার মুম্বাইয়ের বাসাই এলাকার ‘হ্যাপি জীবন সোসাইটি’তে এই ঘটনা ঘটেছে। আবাসনের ১৬টি ফ্ল্যাটের একটিতে বাস করেন ৫৫ বছর বয়সী কান্তাবেন প্যাটেল।
এ মাসের শুরুতে আহমেদ খান নামের এক ব্যক্তিকে সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাটটি কিনবেন বলে কান্তাবেনের ছেলে জিগনেশকে জানিয়েছিলেন আহমেদ খান। কিন্তু বাদ সাধে সোসাইটির পরিচালন সমিতি। মুসলিম পরিবারকে ফ্ল্যাট বিক্রিতে আপত্তি তোলেন তারা। জিগনেশকে একটি চিঠি ধরানো হয়।
বলা হয়, মুসলিম পরিবার বাস করতে এলে আবাসনের পরিবেশ নষ্ট হবে। কথা না শুনলে তাদের ফ্ল্যাটের পানিসহ অন্যসব পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। শনিবার থানায় অভিযোগ দায়ের করেন জিগনেশ। আবাসনের সম্পাদক জিতেন্দ্র জৈন সহ মোট ৯ জনকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে। ধর্ম ভাবনায় আঘাত করার অভিযোগ দায়ের হয় মোট ১১ জনের বিরুদ্ধে। ওই আবাসনে দুটি মুসলিম পরিবারও রয়েছে।
তাঁদের দাবি, চিঠির ব্যাপারে কোনও মত নেওয়া হয়নি তাদের। মঙ্গলবার সকালে অবশ্য সমস্যা মেটে। থানায় গিয়ে অভিযোগ তুলে নেন জিগনেশ বাবু। জানান, নিজেদের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন পরিচালন সমিতির সদস্যরা। মুসলিম পরিবারকে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে এখন আর আপত্তি নেই তাদের। গ্রেপ্তার হওয়া ন’জন জামিন পেয়েছেন। জানা যায়, এই নয় জন রাজনৈতিক মতাদর্শনে শিবসেনার সদস্য।
মুম্বাইয়ে বাড়ি কিনতে গিয়ে এর আগেও অনেকে বৈষম্যে শিকার হয়েছেন। বাদ যাননি অভিনেতা ইমরান হাশমিও। তবে এই প্রথম মামলা থানা পর্যন্ত গড়ালো।
২১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি