আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মুখপাত্র সরতাজ আজিজ সাংবাদিক বৈঠক শুরু করার আগে বের করে দেওয়া হল এক ভারতীয় সাংবাদিককে। ‘ইস ইন্ডিয়ান কো নিকালো’ (ওই ভারতীয়কে বের করে দাও) বলে নিউ ইয়র্কের ওই সাংবাদিক সন্মেলন থেকে বের করে দেওয়া হয় সর্বভারতীয় টেলিভিশনের এক মহিলা সাংবাদিককে।
রিপোর্টে প্রকাশ, উরি হামলায় পাকিস্তানের যোগ রয়েছে কি না, সে বিষয়ে যাতে প্রশ্ন করা না হয়, তার জন্যই ওই ভারতীয় সাংবাদিককে সেখান থেকে বের করে দেওয়া হয়। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সরতাজ আজিজ সাংবাদিক সন্মেলন শুরু করার আগেই ওই সাংবাদিককে বের করে দেওয়া হয় সেখান থেকে। শুধু ওই সাংবাদিককেই নয়, কোনও ভারতীয় সাংবাদিককেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে খবর।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে যান। এমনকী, জম্মু কাশ্মীরের উরিতে সে জঙ্গি হামলা হয়েছে, সে বিষয়ে উত্তর দিতে তৈরি নন বলেও স্পষ্ট জানান পাক প্রধানমন্ত্রী।
২১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি